Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মূলকুড়ি ও নাগরকান্দি গৌরীয় সেবা আশ্রম ও রাধা গোবীন্দ মন্দির
label.image.title
Institute Type
মন্দির
Head Of The Institute
শ্রী মনোরঞ্জন গোস্বামী মজুমদার
Designation
প্রধান পুরোহিত
Mobile
০১৭১৬৩৭৩৯০৯
Address
গ্রাম: নাগরকান্দি, ডাকঘর: দমদমা, উপজেলা: নন্দিগ্রাম, জেলা: বগুড়া।
History

 

 

অবস্থানঃ জেলা-বগুড়া, উপজেলা- নন্দিগ্রাম, ইউনিয়ন-3নং ভাটরা, ডাকঘরঃ দমদমা, ওয়ার্ড নং- 01 এর নাগরকান্দি মৌজা’য় অবস্থিত। জমির পরিমাণ-21 শতক (গুলিয়া হাট হইতে কালী গঞ্জ হাট রাস্তার পশ্চিম পার্শ্বে-রাস্তা সংলগ্ন)।

 

তপশীলঃ মৌজা- নাগরকান্দি, খতিয়ান নং- ৪১, দাগ নং-৬৭৪, জেএল নং-৭৭, পরিমাণ-০.২১ শতক।

 

ইতিহাস: এই সেবা আশ্রম ও রাধাগোবিন্দ মন্দিরটি ১৩৯০ বঙ্গাব্দ ফালগুন মাস/১৯৮৩ খৃষ্ঠাব্দ মার্চ মাসে দোল পূর্ণিমা তিথিতে পরমাধ্য ইষ্টদেব মোহিনী বল্লভ গোস্বামী প্রভু পাদ তাঁর শিষ্য ও ভক্ত বৃন্দের সহযোগীতায় প্রতিষ্ঠিত করেন।

 

কর্মসূচী: প্রতিদিন রাধাগোবিন্দর সেবাকার্য্য ও আরতী কীর্তন অনুষ্ঠিত হয় ও তৎসঙ্গে অনাথ শিশুদের প্রসাদ বিতরণ করা হয়। প্রতি বছর দোল পূর্নিমা তিথিতে হরিবাসর ও দরিদ্র নারায়নের সেবা কার্য্য সেবা আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির মাধ্যমে অনুণ্ঠিত হয়ে আসছে।

 

আসবাব পত্র:

ক্রমিক নং বিবরণ পরিমাণ
০১ চেয়ার ০৫টি
০২ টেবিল ০২টি
০৩ বেঞ্চ ০৪টি
০৪ চৌকি ০২টি
০৫ কাড়াই ০৫টি
০৬ হাতা ০৫টি
০৭ বালতি ১০টি
০৮ গ্লাস ২০টি
০৯ প্লেট ৫০টি

 

অবকাঠামো: একটি টিনসেড মন্দির, একটি আটচালা, দূর্গা মন্দির একটি (ঘর একটির তিনটি কক্ষ), ভান্ডার ঘর একটি, রান্নাঘর একটি।

 

বর্তমান পরিচালনা কমিটি: বর্তমানে প্রতিষ্ঠাতা পরমাধ্য দেব মোহিনী বল্লভ প্রভুপাদের তিরোধানের পর তার যোগ্য পুত্র শ্রী মনোরঞ্জন মজুমদার গোস্বামী সেবাইত এর দায়িত্ব পালন করেন। তার সার্বিক প্রচেষ্ঠায় উপদেষ্টা মন্ডলী সহ ১০১ (একশত এক) জন সদস্যবৃন্দের দ্বারা ০২ বছর মেয়াদি কার্যকরী কমিটি গঠন করে উক্ত সেবা আশ্রম এর যাবতীয় কার্য সম্পন্ন করে আসছেন।

 

বর্তমান কমিটির সভাপতি:

শ্রী প্রফুল্ল চন্দ্র প্রাং,

মোবাইল নং: ০১৭৪০৯৯২৪১৮।

 

বর্তমান কমিটির সেক্রেটারী:

শ্রী নেপাল চন্দ্র প্রাং

মোবাইল নং: ০১৭৪৬১০৬৭২৭

 

মন্তব্য: বর্তমানে সেবা আশ্রম ও মন্দিরটি উন্নয়ন করা বিশেষ প্রয়োজন। মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম না থাকায় ধর্ম মন্ত্রণালয়ের সহযগীতায় অত্র প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষার জন্য শিক্ষক নিয়োগ করে তাহা চালু করা বিশেষ প্রয়োজন।