Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মাটিহাঁস শিব মন্দির।
কিভাবে যাওয়া যায়

যাতায়াত - নন্দিগ্রাম উপজেলা বাস ষ্ট্যান্ড থেকে সিএনজি/ভটভটি/বাস যোগে মাটিহাস গ্রামে আসা যায়।

যোগাযোগ

যাতায়াত - নন্দিগ্রাম উপজেলা বাস ষ্ট্যান্ড থেকে সিএনজি/ভটভটি/বাস যোগে মাটিহাস গ্রামে আসা যায়।

বিস্তারিত

শতবছরের কাল পরিক্রমায় ভাটরা ইউনিয়নস্থিত মাটিহাস গ্রামে শ্রীশ্রী শীবমন্দির রয়েছে। এই মন্দিরে প্রতি বছর বৈশাখের শেষ মঙ্গলবার থেকে মহাসমারোহে চার দিনব্যাপী বিভিন্ন  পুজা ও অনুষ্ঠান হয়ে থাকে। এ পুজানুষ্ঠানের  মধ্যে রয়েছে— প্রথম দিন অধিবাস ও সমবেত উপাসনা। দ্বিতীয়দিন উষালগ্নে মঙ্গল আরতি, প্রভাতী শিবসঙ্গীত, শিবপূজা, বিষ্ণুপূজা, গুরুপূজা, সপ্তসতী চণ্ডী পাঠ, পুষ্পাঞ্জলি ও দুপুরে মহাপ্রসাদ বিতরণ।বিকালে ধর্মসভা ও বিশ্বশান্তিকল্প্পে সমবেত প্রার্থনা এবং রাতে শীব মন্দিরেমহাশক্তির পূজা ও সমবেত প্রার্থনা। তৃতীয় দিন কালি পূজা ও হোম।চতুর্থদিনে শুরু হয় এ মন্দিরের সবচেয়ে বড় আকর্ষন চড়ক পূঁজার। আর এর মাধ্যমেই এ মেলার সমাপ্তি ঘটে।