Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র

 

* ভড়তেঁতুলিয়া কমিউনিটি ক্লিনিক (সি.সি)

ভূমিদাতা: মো: আমজাদ হোসেন

মৌজা: ভড়তেঁতুলিয়া, জেল নং: ৮৯

জমির পরিমান: ০৫ শতক

খতিয়ান: ৫৯৭, দাগ নং: ৩১৪৫।

নির্মান এর বছর: ২০১১।

সি.সি চালুর বছর: ২০০৯।

 

সি.সি সেবা প্রদানকারীর সংখ্যা: ০৩ জন।

০১। মোছা: জান্নাতী খাতুন

পদবী: সিএইচসিপি

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি

মোবা: ০১৭৫৫-৩৮১২০৬

গ্রাম: কুমিড়া

ডাকঘর: কুমিড়া পন্ডিতপুকুর

নন্দিগ্রাম, বগুড়া।

 

০২। মোছা: নূরজাহান বানু

পদবী: স্বাস্থ্য সহকারী

শিক্ষাগত যোগ্যতা: বি.এ (পাশ)

মোবা: ০১৭৮৬-৩৫২৭৩৬

গ্রাম: বৃকঞ্চি

ডাকঘর: কুমিড়া পন্ডিতপুকুর

নন্দিগ্রাম, বগুড়া।

 

০৩। উম্মে রায়হান মোছা: মারজান

পদবী: পরিবার কল্যান সহকারী

শিক্ষাগত যোগ্যতা: বি.এ (অনার্স)

মোবা: ০১৭৩৮-৬৬০৭৭১

গ্রাম: ভড়তেঁতুলিয়া

ডাকঘর: ভাটরা

নন্দিগ্রাম, বগুড়া।

 

** চৌদিঘী কমিউনিটি ক্লিনিক (সি.সি)

ভূমিদাতা: কেরামত আলী ও শফিউল আলম বুলু

মৌজা: চৌদিঘী, জেল নং: ৮৪

জমির পরিমান: ০৫ শতক

খতিয়ান: ২১৭, দাগ নং: ১০২।

নির্মান এর বছর: ১৯৯৯।

সি.সি চালুর বছর: ২০০৯।

 

 

সি.সি সেবা প্রদানকারীর সংখ্যা: ০৩ জন।

০১। মো: মোস্তাফিজুর রহমান

পদবী: সিএইচসিপি

শিক্ষাগত যোগ্যতা: বি.এ(পাশ)

মোবা: ০১৭১৮-৮৪১৯১৪

গ্রাম: হাজারকী বেগুনিপাড়া

ডাকঘর: হাজারকী বেগুনিপাড়া

নন্দিগ্রাম, বগুড়া।

 

০২। মোছা: নূরজাহান খাতুন

পদবী: স্বাস্থ্য সহকারী

শিক্ষাগত যোগ্যতা: বি.এ (অনার্স)

মোবা: ০১৭৮৬-৩৫২৭৩৬

গ্রাম: বৃকঞ্চি

ডাকঘর: কুমিড়া পন্ডিতপুকুর

নন্দিগ্রাম, বগুড়া।

 

০৩। মোছা: রোকেয়া বানু

পদবী: পরিবার কল্যান সহকারী

শিক্ষাগত যোগ্যতা: বি.এ

মোবা: ০১৭২৯-৮৯৮০১৬

গ্রাম: ভাগবজর

ডাকঘর: চৌদিঘী

নন্দিগ্রাম, বগুড়া।

 

সিসিতে যে সকল সেবা প্রদান করা হয়।

০১। জ্বর, সর্দি,কাশি,আমাশয়,ডায়রিয়া,এলার্জি,চর্মরোগ ইত্যাদি সাধারণ রোগের প্রাথমিক চিকিৎসা্‌ ও জটিল রোগীদের উচ্চতর প্রতিষ্ঠানে রেফার করা হয়,

০২। গর্ভবতী নারীদের এ,এনসি ‌ও পি এনসি সেবা প্রদান।

০৩। কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবা প্রদান।

০৪। মাতৃ স্বাস্থ্যসেবা‌ ও নবজাতকের স্বাস্থ্য সেবা প্রদান।

০৫। আঘাত ও দূর্ঘটনা জনিত ক্ষতবিক্ষত,কাটা,হাড়ভাঙ্গা ইত্যাদির প্রাথমিক চিকিৎসা প্রদান ‌ও প্রয়োজনে  উচ্চতর প্রতিষ্ঠানে রেফার করা হয়।

০৬। পরিবার পরিকল্পনা সেবা প্রদান(ইনজকেশন-খাবার বড়ি)

০৭। নরমাল ডেলিভারী , ‌ওজন মাপা, অপুষ্টি নির্নয়,ডায়াবেটিকস নির্নয়,উচ্চ রক্ত চাপ নির্নয় করা হয়।

 

এছাড়া্‌ও উঠান বৈঠকের মাধ্যমে জনগনকে নিম্নোক্ত বিষয়ে স্বাস্থ্য সেবা পরামর্শ দেওয়া হয়।

যেমন:  স্বাস্থ্যকর বাসস্থান ‌ও পরিবেশ উন্নয়ন, আবর্জনা মশা, মাছি, হতে পরিত্রান, বিশুদ্ধ পানি পান, আদর্শ পায়খানা,ব্যবহার, হাত ধোয়া শিক্ষা, আদর্শ পরিবার পরিকল্পনা সেবা সমস্যা ও সমাধান, অপুষ্টি জনিত রোগ, নিরাপদ খাবার, ভেজাল খাদ্য সর্ম্পকের  সচেতনতা, জরুরী প্রসূতী ‌ও  প্রসব পরবর্তী সেবা, নবজাতকের  অত্যাবশ্যকীয় পরিচর্যা ‌ও মায়ের দুধ খা্‌ওয়ানো, কৌটার দুধ পরিহার, নিয়মিত টিকাদান ‌ও তার উপকারীতা , অসুস্থ্য শিশুর যত্ন, লিঙ্গ বৈষম্য রোধ , নারী নির্যাতন প্রতিকার, নারীর অধিকার , সহিংসতা পরিহার, সংক্রামক রোগ যেমন: ম্যালেরিয়া, ফাইলেরিয়া, কৃমি , যক্ষ্মা, কুষ্ট, হাপানি, কুকুরের কামড়, সাপে দংশন, ইত্যাদি বিষয়ে প্রতিকার ‌ও প্রতিরোধ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়। উক্ত সিসি থেকে এলাকার হতদরিদ্র ‌ও সুবিধা বঞ্চিত মানুষেরা প্রতিনিয়ত সেবা পাচ্ছে। যার প্রমান প্রতিদিনের শতশত রোগী। যারা দিনের বেলা কাজের ফাঁকে ফাঁকে  সিসি গুলোতে এসে সেবা নিচ্ছে।

      

কমিউনিটি ক্লিনিকগুলো ‌সকলের কাছে প্রসংশনীয়।