Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ভাটরা ইউনিয়নের ঐতিহ্যবাহী সুখ পুকুর
বিস্তারিত

ভাটরা ইউনিয়নের মির্জাপুরে ৩৬৬ বিঘা সুখ, দুখ পুকুর । মির্জাপুরের অদুরে চালা মোকামতলায় এক রাজা ছিল, যার নাম ছিল মুকুট রাজা। সেই রাজার দুই কন্যার নাম অনুসারেই এই পুকুরগুলোর নামে দেওয়া হয়েছিল সুখ আর দুখ। পুকুর দুটি পাশাপাশি অবস্থিত। তবে আয়তন ৩৬৬ বিঘা। মাঝখানে ছিল ছোট্র ব্রীজ। কেউএকটি পুকুরে মাছ ধরতে গেলে অপর পুকুরে চলে যেত। এই পুকুর সংস্কারকালে প্রাচীন আমলের ইট পাওয়া যায়। পুকুর দুটি কোন সময় খনন করা হয়েছিল তা সবার অজানা। তবে এলাকার প্রবীণ লোকজনের ধারণা, পুকুর দুটি প্রায় ৫শ বছরের পুরানো। নন্দিগ্রাম পৌর শহর থেকে ১০ কিলোমিটার পশ্চিমে সুখ-দুখ পুকুরটি অবস্থিত। এ দিঘী জলধারা নয় বা ঐতিহাসিক কীর্তি নয়,এক বিশাল সৌন্দরর্যের অধিকারী। ভবিষ্যত সরকারি ভাবে পদক্ষেপ নেওয়া হলেএকটি মনোরম পার্ক হতে পারে। এই পুকুর দেখতে দর্শনার্থীদের আনাগোনা লেগেই থাকে।