নন্দিগ্রাম উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ০৩নং ভাটরা ইউনিয়ন । কাল পরিক্রমায় আজও ভাটরা ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় সমুজ্জ্বল হয়ে রয়েছে।
ক) নাম – ৩নং ভাটরা ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ২৩ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৩১,৩৭৫ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ৫৬ টি।
ঙ) মৌজার সংখ্যা – ৫২ টি।
চ) হাট/বাজার সংখ্যা -৫ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ৪৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৬টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০টি,
উচ্চ বিদ্যালয়ঃ ৬টি,
মাদ্রাসা- ৩টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ মাহাবুর রহমান, (প্যানেল চেয়ারম্যান-০১)
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
ট) ঐতিহাসিক/দর্শনীয় স্থান-০৩টি
(১) মির্জাপুর গ্রামের সুখ দুখ পুকুর।
(২) চালা মোকামতলা মাজার শরীফ।
(৩) মাটিহাস শিববাটি মন্দির।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল –১৯৩৬ ইং
ড) গ্রাম সমূহের নাম –
|
|
|
|
আঁচলতা |
বামনগ্রাম |
বারুইপাড়া |
মাটিহাস |
বেলঘড়িয়া |
ভাগবজর |
ঝিনা |
পানা পুকুর |
দোপুকুরিয়া |
ভাটরা |
বিলশা |
মুরারীদিঘী |
বিষ্ণপুর |
বৃকঞ্চি |
চৌদিঘী |
পারনাগরকান্দি |
ছোট কঞ্চি |
চালা |
দামগাড়া |
নাগরা |
ডোহাবাাড়ি |
গ্রামধুমা |
হাটধুমা |
ফিসকা |
কবিপাড়া |
কালিপাড়া |
টাকুরাই |
রামকৃষ্টপুর |
পাথারিয়াপাড়া |
দূর্জয়পুর |
|
|
|
|
|
|
খরনা |
কোশাষ |
শশীনগর |
মাটিহাস |
বড় কোশাষ |
ছোটকোশাষ |
কোলদিঘী |
মির্জাপুর |
কুমিড়া |
মাধবকুড়ি |
মহাকুড়ি |
নাগরকান্দি |
মাঝগ্রাম ভড় |
মনিনাগ |
মারিয়া |
চাটরাগাড়ী |
রঞ্জয় তেঘর |
মূলকুড়ি |
পদ্মপুকুর |
থালতা পাড়া |
কালিয়াগাড়ী |
নাগরকান্দি |
নাগরা |
রামকৃষ্টপুর |
তেঁতুলিয়া ভড় |
উমাপতিদিঘী |
পাইকরকুড়ি |
রামকৃষ্টপুর |
সেরনকুড়ি |
|
|
|
ঢ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) গ্রাম পুলিশ – ১০ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস